দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাতকানিয়ায় এমপি নদভী

বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা শোক দিবস উদযাপন পরিষদের ব্যানারে ২৫ আগষ্ট ২০১৭ইং শুক্রবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার দেওদীঘি কে.এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। এসময় তিনি আরো বলেন ধর্মের নামে মানুষ হত্যা ইসলাম কখনো সমর্থন করেনা, হত্যার রাজনীতির মাধ্যমে কোন দল কখনো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনা।


প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অগ্রনায়ক ছিলেন বঙ্গবন্ধু।বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে শোষণ-বঞ্চনা থেকে মুক্তিলাভ করে বঙ্গবন্ধু আমৃত্যু একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের বিনির্মান করাই বঙ্গবন্ধৃর প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বোত্তম উপায়। তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল, চেয়েছিল আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু পারেনি এবং পারবেনা কখনো।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলমের সভাপতিত্বে এবং শোক সভা উদযাপন পরিষদের সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটনের যৌথ সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া সার্কেল এর এ্যাডিশনাল এএসপি হাছানুজ্জামান মোল্লা, জেলা পরিষদের মহিলা সদস্য শাহিদা আক্তার জাহান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছ উদ্দিন জাকের, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজামুদ্দিন, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান জনি, ওসমান গণি, মোহাম্মদ জুবায়ের, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারেছ মোহাম্মদ, সাংসদের সহকারী একান্ত সচিব ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোছাইন শাহেদ, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক ভোলা, আমিনুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম মানিক, সৈয়দ আক্কাস উদ্দিন, মিনহাজুর রহমান সহ আরো অনেকে।
সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

Comments

Popular posts from this blog

সাতকানিয়া নামকরণ ও ইতিহাস

আল্লাহ চাহেতো বসনিয়াকে রক্ষা করবো: এরদোগান