রোহিঙ্গা নির্যাতনে তুরস্কের নিন্দা
সাতকানিয়া নিউজ: মায়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে সহিংতায় নিন্দা জানিয়েছে তুরস্ক। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক লিখিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা (তুরস্ক) রোহিঙ্গা নির্যাতনের নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে স্পষ্ট ভাষায় বলছি, সহিংসতা দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের পশ্চিম অঞ্চলের রোহিঙ্গা রাজ্যে শুক্রবার নিরাপত্তা বাহিনীর হামলার পর শনিবার এ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের ওপর এমন সময় হামলা করা হয়েছে যার ২ দিন পূর্বে কফি আনান কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়। ৬৩ পৃষ্ঠার ওই রিপোর্টে কমিশনের পক্ষ থেকে ১২ লাখ রোহিঙ্গার নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নাগরিকত্ব দেয়ার পথ সুগম করতে একটি আন্তর্জাতিক কমিশন মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা রোহিঙ্গাদের অবাধ চলাচলের স্বাধীনতাও প্রদান করতে বলেছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এই কমিশনের প্রধান। মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিং...