এত কথা বলেন, উন্নয়ন তো করতে পারেন না : নাছিরকে উদ্দেশ্য করে মহিউদ্দিন


মেয়র আ জ ম নাছিরকে উদ্দেশ্য করে নগর আওয়ামীলীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নাছির সাহেবকে মনোনয়ন দিয়েছেন আমাদের নেত্রী। আমরা তাকে (মেয়র) বানিয়ে দিয়েছি। কিন্তু তারই বদৌলতে সে যেসব কথাবার্তা বলছে, মনে হয় তিনি (মেয়র) রাষ্ট্রপতির চেয়েও অনেক বড় হয়ে গেছেন। কথা কথা কথা শুধু। মাইক পেলে কথা বলবে। গাড়িতে বসে মোবাইলে কথা বলবে। সর্বক্ষণ উনি কাজে ব্যস্ত থাকেন। কি কাজ করেছেন। রাস্তায় এক হাঁটু পানি, এক বুক পানি। উন্নয়ন তো নাই। কিছু রিলিফ তো আনা যায়। এটা সংগ্রহ করেন।কিন্তু এটাও পারছেন না। আমিও তো মেয়র ছিলাম। চাইলেই তো আপনি আনতে পারেন। করছেন না কেন ? টাকাপয়সা তো অনেক আয় করছেন। নাছিরকে উদ্দেশ্য করে বলেন মহিউদ্দিন। শুক্রবার হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রামে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। গত ৮ এপ্রিল পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সাংবাদিকদের মহিউদ্দিন বলেছিলেন, ১০ তারিখ লালদীঘিতে আসুন, সেখানে গরম কথা বলব। ১০ এপ্রিল লালদীঘির মাঠে সমাবেশে মহিউদ্দিন মেয়র নাছিরকে অযোগ্য ও অথর্ব উল্লেখ করে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। ১১ এপ্রিল মহিউদ্দিন সংবাদ সম্মেলন করে পাঁচ হাজার লাঠি প্রস্তুত করার কথা বলেছিলেন। ১৭ এপ্রিল আবার শহীদ মিনার প্রাঙ্গণে হাত তুলে দুজন ঐক্যবদ্ধ রাজনীতির অঙ্গীকার করেন। পাঁচ মাস ধরে চুপ থাকার প্রসঙ্গে মহিউদ্দিন বলেন, আমি বেশ কিছুদিন ধরে কথাবার্তা বন্ধ করে রেখেছি। কথা বললেই নারাজ, আমি নারাজ না, যারা শুনবেন তারা নারাজ। চট্টগ্রামে বিশেষ করে অথর্ব, অযোগ্য, অদক্ষ, অপরিপক্ক ব্যক্তিরাই নেতৃত্বে আছেন। তারাই নারাজ হন।

Comments

Popular posts from this blog

সাতকানিয়া নামকরণ ও ইতিহাস

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাতকানিয়ায় এমপি নদভী

আল্লাহ চাহেতো বসনিয়াকে রক্ষা করবো: এরদোগান