রাতের আধাঁরেও আলোকিত কেওচিয়ার ৩নং ওয়ার্ড় (আংশিক)
সাতকানিয়া নিউজ:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানায় কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া গ্রামে লাইটিংয়ে আলোকিত।সাতকানিয়ার ঐতিহ্যবাহী ছাত্র ও যুব সংগঠন কেওচিয়া ইসলামী হিলফুল ফুযুল সংস্থার উদ্যেগে দেশ-বিদেশের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় দীর্ঘ দিনের অন্ধকার আচ্ছন্নে লাইটিংয়ে আলোকিত এফ.রহমান সড়ক আংশিক।এ বিষয়ে জানতে চাওয়া হলে সংগঠনের নেতৃবৃন্দ জানান,পর্যায়ক্রমে সকলের সাহায্য-সহযোগিতায় এফ.রহমান সড়ক আলোকিত হবে। গত ০১ তারিখ সকাল থেকে কার্যক্রম শুরু হলেও সুফল মিলে রাতে।রাতে ১০টা দিকে কার্যক্রম শেষ হয়।
এফ.রহমান সড়ক(আংশিক) আলোকিত হওয়ায় এলাকার জনসাধারণ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।কেওচিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব এই উদ্যোগকে স্বাগত জানায়

Comments
Post a Comment