উন্নয়নের দেখা মিলেনি কেওচিয়া বাসীর



সাতকানিয়া নিউজ:
বর্তমান সরকারের ডিজিটাল  উন্নয়নের ছোঁয়া লাগেনি  চট্টগ্রাম -১৪ আসনে
(চন্দনাইশ -সাতকানিয়া আংশিক)।চন্দনাইশ থানায় ব্যাপক উন্নয়ন হলেও
আংশিক সাতকানিয়ায় তেমন উন্নয়ন হয়নি।আংশিক সাতকানিয়া থানা কেওচিয়া ইউনিয়নের
কেওচিয়া গ্রামেরর ব্যস্ততম এফ.রহমান সড়ক (দস্তিদার হাট থেকে ধর্মপুর পর্যন্ত)  এর নাজুক অবস্থা।দীর্ঘ ১দশকে সড়ক মেরামতের তেমন কোন  দেখা মিলেনি।এই সড়ক দেখে মনে হয় অভিভাবক হীন গ্রামবাসী। এমপি মহদয়ের সু-দৃষ্টি না থাকার কারণ উন্নয়নে দেখা মিলেনি গ্রামে।গ্রামের জনসাধারণে দাবী এমপি মহদয়ের সুদৃষ্টি মাধ্যমে এফ.রহমান সড়ক সহ গ্রামে কাঁচা-পাকা সড়ক মেরামত করার মাধ্যমে উন্নয়ন সাধিত হবে।এই ছাড়া নির্বাচনী এলাকা চন্দনাইশ থানা হলেও  আইন-আদালত  করতে হয় সাতকানিয়া থানায়।এতে জনসাধারণকে  বিভিন্ন বিড়ম্বনা শিকার হতে হয়।এ নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ সাথে কথা হলে তারা সাতকানিয়া নিউজ কে জানায়,আমরা ছিটমহলের মানুষদের মতো জীবনযাপন করছি,তাছাড়া এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।কেওচিয়াবাসীর দীর্ঘ দিনের দাবী কেওচিয়া ইউনিয়নকে চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া-লোহাগড়া)  করা হউক।

Comments

Popular posts from this blog

সাতকানিয়া নামকরণ ও ইতিহাস

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাতকানিয়ায় এমপি নদভী

আল্লাহ চাহেতো বসনিয়াকে রক্ষা করবো: এরদোগান